ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। একইসাথে আনুপাতিক হারে ভোটের পক্ষেও মত নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন  মির্জা ফখরুল।

তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি নির্বাচন কবে হবে সে বিষয়ে জানতে চেয়েছেন তারা।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের পক্ষে নয় বিএনপি। আনুপাতিক ভোটে জনগণ অভ্যস্ত না থাকায় সেটির পক্ষে মত নেই বলেও জানান মির্জা ফখরুল।

এসময় জাতিসংঘের বিবৃতিকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা জানান, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। তাই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি।

সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত আবারো জনগণের ওপর ছেড়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা।

জনপ্রিয়