
জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্তের মিল রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ট্রাইব্যুনালে বিচারের দলিল হিসেবে ব্যবহার করা হবে।’
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতিসংঘের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
বিভিন্ন বাহিনী ও সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করেন তাজুল ইসলাম।
এদিকে, একই দিন বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল জুলাই-আগস্ট আন্দোলনে ৮৪৮ শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে। এরমধ্যে ৫২৪ জন দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকিরা বিএনপি সমর্থক। শেখ হাসিনাসহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি।