ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টানাপোড়েনের মধ্যে মাস্কাটে জয়শঙ্কর-তৌহিদের বৈঠক আজ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১১:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

টানাপোড়েনের মধ্যে মাস্কাটে জয়শঙ্কর-তৌহিদের বৈঠক আজ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে এবং পরিচালনায় আছে ইন্ডিয়া ফাউন্ডেশন। এস জয়শঙ্কর এই সম্মেলন উদ্বোধন করবেন।

সম্মেলনে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও।

ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জয়শঙ্কর ও তৌহিদ হোসেনের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকার বিদায়ের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলে ভারত সেখানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বৈরী আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, ঢাকা চায় দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন বা আওয়ামী লীগের কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ না নেন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, সন্ত্রাসবাদে অভিযুক্তদের মুক্তি ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা চলছে।

জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে। 

জানা গেছে, চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সম্মেলনে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন যোগ দিচ্ছেন, যা ২০১৯ সালের পর প্রথমবারের মতো চীনের কোনো কর্মকর্তার অংশগ্রহণ।

এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও সম্মেলনে বক্তব্য দেবেন। 

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্যারিস ও ওয়াশিংটন সফর শেষ করে জয়শঙ্কর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন, এরপর তিনি মাস্কাটে পৌঁছান।

জনপ্রিয়