![বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁর কর্মীসভা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁর কর্মীসভা](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/নওগাঁ-ওলামা-দল-2502160710.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁ জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নওগাঁ সদরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওলামা দল নওগাঁ জেলা শাখার সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ সিকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের টিম প্রধান মাওলানা মোহা. ইনামুল হক মাজেদী।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জজ কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি ইকবাল জামিল চৌধুরী (লাকি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য মাওলানা মো. তাজউদ্দিন খান, মাও. এনামুল হক, ইঞ্জি. মাও. মো. জামাল উদ্দিন ফয়েজী, মাও. কাজী মোখলেছুর রহমান এবং মাও. মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁ জেলার সব উপজেলা শাখার আহ্বায়ক এবং সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সব শেষে ঐক্যমত্যের ভিত্তিতে ওলামা দল নওগাঁ জেলা শাখার সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক মুহাম্মদ সিকান্দার আলীকে আহ্বায়ক এবং নওগাঁ জেলা কাজী সমিতির সভাপতি ও মান্দা উপজেলা বিএনপির সাবেক ধর্মীয় সম্পাদক, সতীহাট গণেশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কাজী মো. আমিনুল ইসলামকে সদস্য সচিব করে ১শ এক সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।