ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মবের নামে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

মবের নামে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে আজ সোমবার কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন জনগণের ভোগান্তি রোধে তুলে নেওয়া হয়েছে। তবে কোনো রোহিঙ্গা যাতে এটি না পায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

দুর্নীতি প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে তা সহনীয় পর্যায়ে আসেনি। দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতি আছে, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখছে কোস্টগার্ড।

বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়।

জনপ্রিয়