ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মাতৃভাষা ইনস্টিটিউটে নেই গবেষণা, অর্ধেকের বেশি পদ শূন্য

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

মাতৃভাষা ইনস্টিটিউটে নেই গবেষণা, অর্ধেকের বেশি পদ শূন্য

 আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পথচলার ১৪ বছর পার হয়েছে। অথচ এই দীর্ঘ সময়ে তেমন কোনো মৌলিক গবেষণা হয়নি। অন্যদিকে প্রতিষ্ঠানটির ৯৮টি পদের মধ্যে ৭১টি পদই খালি। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলে প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে কার্যকর কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

২০১১ খ্রিষ্টাব্দে রাজধানীর সেগুনবাগিচায় যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আন্তর্জাতিক ভাষা ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা নিয়ে উঁচু মানের গবেষণা করার কথা ছিল প্রতিষ্ঠানটির।

কার্যক্রম শুরুর ১৪ বছরেও তেমন গবেষণা নেই প্রতিষ্ঠানটির। বাংলাদেশে কতগুলো ভাষা রয়েছে, সেই ভাষাভাষীর মানুষের প্রকৃত সংখ্যা কত, এই বিষয়গুলো নিয়ে ২০১৪ খ্রিষ্টাব্দে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষার কাজ শুরু হয়। এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত দিয়ে ১০ খণ্ডের একটি পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ প্রকাশ হওয়ার কথা। অথচ দশ বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়েছে মাত্র ১টি খণ্ড। 

প্রতিষ্ঠানটিতে দুটি ভাষা জাদুঘর থাকলেও প্রচারণার অভাবে তেমন কোনো দর্শনার্থী আসে না। 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘চিঠি দেওয়ার পরে কয়েকটি প্রতিষ্ঠান থেকে এসেছিল। তারা দেখে ঘুরে গেছে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আমরা দেখছি যে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকেও এসেছে। এটার কার্যক্রমটা আমাদের চলছে। তবে আরও মনে হয় গতি বাড়ানো দরকার।’

ইনস্টিটিউটের জনবল কাঠামো অনুযায়ী ৯৮টি অনুমোদিত পদ আছে। অথচ এত বছরেও পদগুলোতে নিয়োগ দেওয়া হয়নি। 

অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘৯৮টি পোস্ট আমাদের, সেখানে ৭১টিই খালি আছে। আমি আসার পরে মন্ত্রণালয়কে লিখেছি। এই পদগুলো পূরণ হলে এই প্রতিষ্ঠান হয়ত ভালো একটি অবস্থানে যাবে।’  ভাষা গবেষকরা বলছেন, প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সেই সঙ্গে বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক মনিরা বেগম বলেন, ‘একটি মাতৃভাষা পিডিয়া বের করছিল, এটা বেশ ভালো মানের গবেষণা। চেষ্টা করা হচ্ছে। আশা করা যায়, হয়ত আরও ভালো কাজ হবে। আমরা হয়ত এ বিষয়গুলো নিয়ে আরও ভালো ভূমিকা তাদের দেখতে পাব।’

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে, নতুন করে অনুবাদ ও বিপন্ন কিছু ভাষা নিয়ে কাজ শুরু হয়েছে।

জনপ্রিয়