ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাধ্যতামূলক অবসরে ২২ ডিসি: জনপ্রশাসন মন্ত্রণালয়

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বাধ্যতামূলক অবসরে ২২ ডিসি: জনপ্রশাসন মন্ত্রণালয়

গত তিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো: মোখলেস উর রহমা এ তথ্য নিশ্চিত করেন। 

তিন নির্বাচনে দায়িত্ব পালন করা  সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে। গত তিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো: মোখলেস উর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন। 

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানান জ্যেষ্ঠ সচিব। 

এর আগে, বুধবার ২০১৮ খ্রিষ্টাব্দে নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এই কর্মকর্তারা ২০১৮ খ্রিষ্টাব্দের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  একই কারণে ১২ জন কর্মকর্তা আগে ওএসডি হয়েছেন। ওএসডি হওয়া কর্মকর্তারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৮ খ্রিষ্টাব্দের এই নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে। ওই  নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা অতিউৎসাহী ভূমিকাও পালন করেন। বিগত তিন বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিল মন্ত্রণালয়।

জনপ্রিয়