ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্ত্রী-কন্যাসহ বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

স্ত্রী-কন্যাসহ বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী ও দুই কন্যাসহ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন বেনজীরের স্ত্রী জীশান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর।

মামলার এজাহার থেকে জানা যায়, বেনজীর আহমেদ তার অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। তদন্ত সংশ্লিষ্ট সূত্রটি বলছে, ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। আসামিরা অর্থ উত্তোলনের পরই বিদেশে চলে যান। 

এর আগে, গত ডিসেম্বরে ৭৪ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আসামিদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ খ্রিষ্টাব্দের ১৫ এপ্রিল থেকে ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের ৪ মে সপরিবার দেশ ছেড়েছেন বেনজীর। 

জনপ্রিয়