ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবি যুব পার্টি ও বাংলাদেশ ছাত্রপক্ষ নেতারা শহীদদের স্মরণে পৃথক পৃথক ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।

শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিকট বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।  তিনি বলেন ‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুর আমরা আমাদের হৃদয়ে ধারণ করে চলেছি যুগের পর যুগ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান যেন তারই ধারাবাহিক অধিকার রক্ষার বিজয়ী মিছিলের অন্তিম ভাগ। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের আত্মত্যাগের পথ ধরে আবু সাঈদ ও মুগ্ধরা ইতিহাসের অনন্য উদাহরণ তৈরি করে জানান দিয়েছে যুদ্ধ এখনও শেষ হয়নি।

তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রভাতফেরিতে নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল অব. দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, সহ কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শরন চৌধুরী,আব্দুল হালিম নান্নু,সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, সহ স্বেচ্ছাসেবা সম্পাদক তফাজ্জল হোসেন রমিজ ও কেফায়েত হোসেন তানভীর, সহ অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, নারী নেত্রী আমেনা বেগম, শাহিনুর আক্তার শিলা, রুনা হোসনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জনপ্রিয়