ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রমজানে অফিসের সময় ৯টা থেকে সাড়ে ৩টা 

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

রমজানে অফিসের সময় ৯টা থেকে সাড়ে ৩টা 

পবিত্র রমজান মাসে অফিস পরিচালনার জন্য নতুন সময় নির্ধারণ করেছে সরকার। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশ প্রযোজ্য। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। 

নতুন সূচি অনুসারে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টায় অফিসের কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে বিকাল সাড়ে ৩টায়। এছাড়া বেলা ১টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এছাড়াও আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

এছাড়াও ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।  

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

জনপ্রিয়