ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিএনপির ২৮ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

জাতীয়

আমাদের বার্তা, কুমিল্লা

প্রকাশিত: ২০:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বিএনপির ২৮ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

কুমিল্লার তিতাসে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন যুবদল নেতা। মঙ্গলবার রাতে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন জগতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তফাজ্জল হোসেন তবিল। একই দিন দুপুরে উজিরাকান্দি বাজারে বিএনপির আঞ্চলিক অফিসটি ভাঙচুর করা হয়।

মামলার এজাহারে বলা হয়, জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি বাজারে ১৫-১৬ দিন আগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক অফিস স্থাপন করা হয়। যা বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের উদ্বোধন করার কথা ছিল। প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া জায়গাটি দখলে নিতে ঘর নির্মাণের সময় বাধা দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর দেড়টায় তপন ভূঁইয়ার নেতৃত্বে মামলার অন্য আসামিরা অফিসটি ভেঙে ফেলেন এবং আসবাবপত্র নিয়ে যান। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া বলেন, ‘আমার জায়গা দখল করে আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন ভূঁইয়া এখানে অফিস করেছিল। গত বছরের ৫ আগস্ট আন্দোলনের সময় সেটি ভেঙে ফেলা হয়। এর পর ইয়াছিন ভূঁইয়ার নির্দেশে এখানে তবিল ঘর তুলেছেন, যার অডিও আমার কাছে আছে। আওয়ামী লীগ নেতার নির্দেশে বিএনপির নেতা ঘর তুলবে সেটা তো বিএনপির অফিস হতে পারে না। আমি ১৬ বছর বিএনপির রাজনীতি করেছি। অফিস করলে আমরা করব।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন ভূঁইয়ার ভাষ্য, জায়গাটি তাঁর ক্রয় করা সম্পত্তি। কিছুদিন আগে তবিলের কাছে তা ভাড়া দেওয়া হয়েছে। তবিল সেখানে দলীয় অফিস করেছেন। 

আরেকটি পক্ষ ভাড়া নিতে চেয়েছিল, তাদের বলা হয়েছে- তবিলকে ভাড়া দেওয়া হয়েছে, তবিল সেখানে অফিস করবেন। অফিস ভাঙচুরের বিষয়টি বিএনপির দলীয় বিষয়, এ ব্যাপারে তাঁর কোনো মন্তব্য নেই।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

জনপ্রিয়