ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইসির তিন কর্মকর্তাকে শ্রীলঙ্কা নিচ্ছে কমনওয়েলথ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ইসির তিন কর্মকর্তাকে শ্রীলঙ্কা নিচ্ছে কমনওয়েলথ

নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে শ্রীলঙ্কা নিচ্ছে কমনওয়েলথ। এই তিন কর্মকর্তা শ্রীলঙ্কায় পাঁচদিন প্রশিক্ষণ নেবেন।

ইতোমধ্যেই ইসির মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মাজহারুল ইসলামের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, পাঁচদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৯ মের ওই কর্মসূচিতে ইসির যুগ্ম সচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। ইসির এই প্রতিনিধি দল আগামী ২ থেকে ১১ মে দেশটিতে অবস্থান করবে। এতে যাওয়ার আসার উড়োজাহাজ ভাড়া দেবে শ্রীলঙ্কা এবং অন্যান্য ব্যয় বহন করবে কমনওয়েলথ সচিবালয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রশিক্ষণ নিয়েছে নির্বাচন কমিশন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জনপ্রিয়