ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান আর নেই

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ৫ মার্চ ২০২৫

সর্বশেষ

এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান আর নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেকহোল্ডার কোম্পানি এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান আর নেই।

বুধবার (৫ মার্চ) রাত ৩টায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷

বুধবার তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাসুদুর রহমান ১৯৮৪ সালের ২৫ আগষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ পুঁজিবাজারে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাসুদুর রহমান একাধিকবার কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

এ ছাড়া তিনি ক্রেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন৷

মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয়