ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুপারিশ পর্যালোচনার পর মতামত দেবে ১২ দলীয় জোট

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৭ মার্চ ২০২৫

সর্বশেষ

সুপারিশ পর্যালোচনার পর মতামত দেবে ১২ দলীয় জোট

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে বিষয়ে মতামত দেবে বলে জানিয়েছে ১২ দলীয় জোট।

শুক্রবার (৭ মার্চ) জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার, দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশগুলো নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিশদভাবে আলোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের এ সব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে।

প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের নিকট এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।

জনপ্রিয়