ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ধ*র্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শা*স্তি নিশ্চিত করা হবে : আসিফ মাহমুদ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ৮ মার্চ ২০২৫

সর্বশেষ

ধ*র্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শা*স্তি নিশ্চিত করা হবে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।’ আজ শনিবার নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‌‘একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে।

কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না।’

অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া পুরস্কার ও সম্মাননাও দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জনপ্রিয়