
দায়িত্ব পালনে বারবার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে মনে করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৯ মার্চ) দুপুরে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের নেতৃত্বে ওয়াশিংটন ভিত্তিক ফোরাম ‘রাইট টু ফ্রিডম” এর ২ সদস্যের প্রতিনিধি আসেন বিজয়নগরে এবি পার্টি কার্যালয়ে।
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে মতবিনিময় করেন তারা। পরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এবি পার্টি সাধারণ সম্পাদক বলেন, এই পদে অন্তর্বর্তী সরকারের বিকল্প চিন্তা করা দরকার। নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে যদি জনমনে স্বস্তি ফিরে আসে।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে জানতে চেয়েছেন প্রতিনিধিদল। সেইসঙ্গে ভারতীয় প্রোপাগান্ডার বিপরীতে বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক।