ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

 অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

 অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। যোগদান করেই রাজউক চেয়ারম্যান বলেছেন, অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৯ মার্চ) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।

যোগদানকালে নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় রাজউক সভাকক্ষে রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

জনপ্রিয়