
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় পৌনে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।