
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ বুধবার সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। এর আগে ভোরে পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না পাওয়ায় পরিচয়পত্র রেখে তিনি বাড়িতে চলে যান। আজ ভোরে কারখানায় যাওয়ার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা-পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’