ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শুটিং করতে গিয়ে আহত হৃতিক

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:১৬, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

শুটিং করতে গিয়ে আহত হৃতিক

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের ব্যস্ত সময় কাটছে ‘ওয়ার’ সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিং নিয়ে। এই সিনেমায় তার সঙ্গে যোগ হয়েছেন জুনিয়র এনটিআর। ফলে ‘ওয়ার ২’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। কিন্তু এরই মাঝে ঘটলো বিপত্তি। শুটিং সেটে আহত হৃতিক।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত পেয়েছেন হৃতিক। ওই দৃশ্যের মহড়ায় অংশ নিয়েছিলেন হৃতিক ও দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। ওই সময় পায়ে আঘাত পান পর্দার কৃষ।

এদিকে হৃতিক আহত হতেই শুটিং বন্ধ করে দিয়েছেন সিনেমার পরিচালক। অন্যদিকে চিকিৎসক চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন হৃতিককে। অন্যথায় এই আঘাত থেকে বড় সমস্যা হতে পারে বলে দিয়েছেন সতর্কবার্তা।

সিনেমাটির আগের পর্ব হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। এবার সঙ্গে নেওয়া হয়েছে এনটিআর জুনিয়রকে। দুজনের জমাটি নাচ আছে সিনেমায়। সে দৃশ্য ফুটিয়ে তুলতেই আহত অভিনেতা।

২০১৯ খ্রিষ্টাব্দে মুক্তি পায় ‘ওয়ার’। সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। তবে সিক্যুয়েল পরিচলনার দায়িত্ব পেয়েছেন অয়ন মুখোপাধ্যায়। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। সূত্র: এই সময়।

জনপ্রিয়