ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল, প্রতিষ্ঠান চলবে নিজস্ব তত্ত্বাবধানে: হাইকোর্ট

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল, প্রতিষ্ঠান চলবে নিজস্ব তত্ত্বাবধানে: হাইকোর্ট

বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ (প্রশাসক) নিয়োগ বাতিল করে নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালনার আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে ৯টি পর্যবেক্ষণে আদালতে বলেছেন, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিৎ। তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে। 

এ ছাড়া এই রায়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

রাযের পর আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত আগস্টে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এসব কোম্পানির ব্যবসা পরিচালনায় ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেন হাইকোর্ট। একই সাথে রুল জারি করেন আদেলত। 

তাঁরা জানান, পরে আপিল বিভাগ থেকে আদেশে কেবল বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়োগ বাতিল হয়। আজ হাইকোর্টের রায়ে বাকি ১৬৮টি প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগও বাতিল হলো।

জনপ্রিয়