ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রিমান্ডে ছাত্রলীগ নেতা কামাল, গ্রেফতার  নেত্রী নদী

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

রিমান্ডে ছাত্রলীগ নেতা কামাল, গ্রেফতার  নেত্রী নদী

রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাহবাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়া ধানমন্ডি থানার আরেক সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

বুধবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মো. মাসুম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠায় আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় ও অজ্ঞাতানামা ১০০/১৫০ জন আসামিরা একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে।

আসামিরা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জনপ্রিয়