ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রিজার্ভ চুরি: ঘটনা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

রিজার্ভ চুরি: ঘটনা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ের পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়া নবগঠিত কমিটির সদস্য হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ পাঁচজনকে রাখা হয়েছে। তারা হলেন-

সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নজরুল হুদা।

কমিটির কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এ কমিটি ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা, এ ঘটনার দায়দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে কমিটিকে এ সুপারিশ দিতে বলা হয়েছে।

এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নবগঠিত এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। সেই সঙ্গে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা করতে পারবে।

জনপ্রিয়