ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা আটক

জাতীয়

আমাদের বার্তা, নোয়াখালী

প্রকাশিত: ১৬:৩৭, ১৩ মার্চ ২০২৫

সর্বশেষ

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা আটক

নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. বোরহান (৪৮) নামে পলাতক যুবদল নেতাকে আটক করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে পুলিশ তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। 

এর আগে, বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাটখিল পৌরসভা এলাকা থেকে মো. বোরহানকে আটক করা হয়।

বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং একই ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লার ছেলে।

র‍্যাব-১১ জানায়, মামলার ভিকটিম মো. মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সঙ্গে অপরাধমূলক কাজ করার জন্য বিভিন্নভাবে প্রভাবিত করে আসছিলেন। তিনি আসামিদের সঙ্গে অপরাধমূলক কাজ করতে রাজি না হয়ে প্রতিবাদ করলে আসামি বোরহানসহ অন্য আসামিরা মো. মামুনুর রশিদ খানকে ২০১৫ খ্রিষ্টাব্দের ১৮ মে হত্যা করেন।

মামলা সূত্রে র‌্যাব জানায়, ২০১৫ খ্রিষ্টাব্দের ১৮ মে রশিদ খান তার সঙ্গী মাহবুবসহ মোটরসাইকেলে করে দেলিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে, রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আমানি লক্ষ্মীপুর গ্রামের সাবেক মেম্বার সাহাব উদ্দিনের পুরান দোকানের সামনে পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রশিদ খানের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করেন। 
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। আদালত মামলার বিচার কাজ শেষে বোরহানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

জনপ্রিয়