ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ১৩ মার্চ ২০২৫

সর্বশেষ

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই আখ্যা দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেটি মনে করিয়ে দিয়ে মুখপাত্র বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত। ভারত সীমান্তে যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বণ্টন ঠিকঠাক হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ।’

২৬ মার্চ প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে রওয়ানা করার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জনপ্রিয়