ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১৩ মার্চ ২০২৫

সর্বশেষ

রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই

রাজনীতিতে কোনো ‘ফুলস্টপ’ নেই বলে মন্তব্য করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে ২০১৩ খ্রিষ্টাব্দে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সব শহীদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিতে ‘ফুলস্টপ’ বলে কিছু নাই। আমি আমার বাবার রাজনীতি গিয়ে নিয়ে যাচ্ছি।

হম্মাম চৌধুরী বলেন, অনেকেই তাদের ভাষণে বলছেন এখানেই শেষ ফুলস্টপ। কিন্তু রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নাই। যে কথাগুলো আমি বলছি অনেকেই পছন্দ করবে না। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো সবাই মনে করেছিল সালাউদ্দিন কাদেরের রাজনীতি শেষ। এখন ২০২৫ খ্রিষ্টাব্দ চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুলস্টপের পরে আমি এসেছি। ফুলস্টপের পরে আপনারা আজকে এসেছেন বিচার চাওয়ার জন্য।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি প্রতিদিন পরিবর্তন হতে থাকে। আপনাদের মাথায় রাখতে হবে আজ যারা আপনার বন্ধু কাল হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়।

জনপ্রিয়