ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

তিন ম্যাচ পর মাঠে নেমেই মেসির গোল

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১১:২৫, ১৪ মার্চ ২০২৫

সর্বশেষ

তিন ম্যাচ পর মাঠে নেমেই মেসির গোল

ইনজুরির শঙ্কায় প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে মিস করেছেন তিনটি ম্যাচ। অবশেষে আজ ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বদলি হিসেবে নেমেই করলেন গোল।

ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস  কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা। 

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা ১-০ ব্যবধানেই হয়তো শেষ হবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মেসি।

এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ার গোল গিয়ে পৌঁছাল এখন ৮৫৩-তে। তবে ৯২৭টি গোল করে মেসিকে অনেকটা ছাড়িয়ে গেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

জনপ্রিয়