ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১১:৫৫, ১৪ মার্চ ২০২৫

সর্বশেষ

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় জবাব দিতে নিজেদের পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি এসব কথা বলেন। খবর মেহের নিউজের।

তিনি বলেন, ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। এ বিষয়ে আমরা ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশ অনুসরণ করছি।

দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে।

দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থল বাহিনীর ১১টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এই কমান্ডার জোর দিয়ে বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে। কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করেছে। কোনো শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে।

পরমাণু চুক্তিতে ফিরে আসতে আলোচনায় বসার জন্য ইরানকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে, ইরান বলছে, চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না। যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

জনপ্রিয়