
দেশব্যাপী নারী, শিশু হত্যাকারী ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে সমাবেশ ও মানববন্ধন করে বরিশাল মহিলা পরিষদ।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটেছে। যারা এই হত্যাকাণ্ড ও ধর্ষণ করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতারা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে।
এদিকে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বেলা সোয়া ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি সদর রোডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।