ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সেল গঠন বিএনপির

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ১৪ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০২, ১৪ মার্চ ২০২৫

সর্বশেষ

নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সেল গঠন বিএনপির

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য সেল গঠন করার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেলের নাম দেয়া হয়েছে নিপিড়ীত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।

নিপিড়ীত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন দুইজন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ৮৪ টি সাংগঠনিক জেলার আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তার এই সেল গঠন করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এটাই দেশে দেশে, যুগে যুগে বিভিন্ন সমাজে এমন দৃষ্ঠান্ত দেখেছি।

অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, আমরা জোড়ালো দাবি করছি, ধর্ষনে শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হউক।

জনপ্রিয়