ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতিসংঘ মহাসচিবের ইফতারে পদপিষ্টে রোহিঙ্গার মৃ*ত্যু, আহত ২

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ১৪ মার্চ ২০২৫

সর্বশেষ

জাতিসংঘ মহাসচিবের ইফতারে পদপিষ্টে রোহিঙ্গার মৃ*ত্যু, আহত ২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ঢুকতে গিয়ে পদপিষ্টে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

জনপ্রিয়