
পাবনার আটঘরিয়া উপজেলায় একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেছে সংগঠনের একটি প্রতিনিধিদল। এই পরিবারকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়।
শনিবার সকালে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বাসিন্দা রাজু প্রামাণিকের (৬০) সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিদলটি।
জানা গেছে, এই পরিবারের চার সন্তান রেখে বাবা মারা গেছেন, এতিম সন্তানদের ছেড়ে তাদের মাও চলে গেছেন অন্যত্র। অসহায় এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে ‘আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন— জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।