ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাজশাহীতে ২ ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত, হতাহত নেই

জাতীয়

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১৭:১৮, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

রাজশাহীতে ২ ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত, হতাহত নেই

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষে ৩ বগি লাইনচ্যুত

রাজশাহীতে যাত্রীবিহীন দুটি ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ মার্চ) বেলা আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শাহাবুল ইসলাম আমাদের বার্তাকে জানান, শনিবার বেলা আড়াইটার দিকে, রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে পদ্মা এক্সপ্রেসের তিনটি বগির চাকা লাইনচ্যুত হলেও রেললাইন থেকে পড়ে যায় হয়নি। বগি তিনটি উদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। তবে দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান, পদ্মা এক্সপ্রেস বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার কাজ শেষ হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতোমধ্যে, উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

জনপ্রিয়