ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতিসংঘে থাকা শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ফুয়াদ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

জাতিসংঘে থাকা শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ফুয়াদ

জাতিসংঘের বিভিন্ন সংস্থায় থাকা শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জাতিসংঘ অফিসের যৌথ আয়োজনে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশনের মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতিসংঘ বাংলাদেশ টিম, জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে রাষ্ট্রীয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন বিস্তারিত ফুটে উঠেছে।

এবি পার্টি মনে করে বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হলে সর্বপ্রথম বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস ২-৩ বছর মেয়াদে প্রতিষ্ঠা করা যেতে পারে।

ব্যারিস্টার ফুয়াদ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান। দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে না দেখার আহ্বানও জানান তিনি। সেক্ষেত্রে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। কারণ যাতে ভুল তথ্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে যেন বিভ্রান্ত করতে না পারে।

জনপ্রিয়