ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

আমরা মনে করি আবরার ফাহাদের বাবা ন্যায়-বিচার পেয়েছেন। গোটা জাতি ন্যায়-বিচার পেয়েছে। একটি দেশে শৃঙ্খলা আনার জন্যে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে যেমন রায় দরকার ছিলো ঠিক তেমনই হয়েছে।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

এর আগে আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনও বহাল রয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিকে রায়ের পর আবরার ফাহাদের বাবা গনমাধ্যমকে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। তবে এখন প্রত্যাশা রায় যাতে দ্রুত কার্যকর হয়। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই গনমাধ্যমকে বলেন, হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা এক বছর আগেও চিন্তা করতে পারিনি। ৫ আগস্টের পরে আমাদের পরিবর্তিত পরিস্থিতির জন্যে হয়তো এটি কার্যকর হয়েছে। তবে এখনও অনেক কার্যক্রম বাকি আছে। সেগুল যেন দ্রুত সম্পন্ন হয়ে আমাদের সেটাই চাওয়া থাকবে। এটি দ্রুত বাস্তবায়ন হলেই পরবর্তিতে আমরা একটি দৃষ্টান্ত রাকতে পারবো যেন এমন ঘটনা আর না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কারও যেনও এমন না হয়। 

এদিকে রায়ের পর আসামীপক্ষের আইনজীবীরা বলেন তারা সংক্ষুব্দ, ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আইনজীবীরা।

২০১৯ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ খ্রিষ্টাব্দের  ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ খ্রিষ্টাব্দের  ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।


 

জনপ্রিয়