ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দু*র্নীতি মা*মলায় জামিন মেলেনি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

দু*র্নীতি মা*মলায় জামিন মেলেনি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের

দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে সাধন চন্দ্র মজুমদারের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেছিলেন।দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত বছর ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক করা মামলায় রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এরপর ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা করেন। গত ২৯ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

জনপ্রিয়