ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব 

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৩০, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব 

এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রোববার স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র সচিব জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মতো এবছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজের কোনো আয়োজন থাকছে না। 

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘ঝুঁকি সব সময়ই থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।

চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় স্বরাষ্ট্র সচিব আরও বলেন, ‘ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো।’

জনপ্রিয়