ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্ত্রীসহ-রঞ্জিত তালুকদারের ১২৩টি ব্যাংক হিসাব অ*বরুদ্ধ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

স্ত্রীসহ-রঞ্জিত তালুকদারের ১২৩টি ব্যাংক হিসাব অ*বরুদ্ধ

সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগ অনুসন্ধানকালে রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই দম্পতির নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের চেষ্টা করছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী ঝুমুর মজুমদারের নামে ব্যাংকের বিভিন্ন হিসাসে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে।

অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রঞ্জিত কুমার তালুকদার এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

জনপ্রিয়