ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কিশোরীকে সংঘ*বদ্ধ ধ*র্ষণের অভিযোগে ছাত্রদল নেতাসহ আ*টক ৪

জাতীয়

আমাদের বার্তা, যশোর

প্রকাশিত: ১১:৩১, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

কিশোরীকে সংঘ*বদ্ধ ধ*র্ষণের অভিযোগে ছাত্রদল নেতাসহ আ*টক ৪

যশোরের ঝিকরগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।

এলাকাবাসী জানিয়েছে, আটকদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, পাশের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের এক তরুণী (১৯) বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামে। এরপর গদখালী বাজারে ফুলের আমিনুর রহমানের ফুলের দোকানে গেলে চার বন্ধুর সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রে ওই কিশোরীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনদের লিচুবাগনে নিয়ে তারা ধর্ষণ করে। এসময় ওই তরুণী ঝিকরগাছা থানায় ফোন দেন। কর্তব্যরত কর্মকর্তাকে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর অভিযুক্তদের পরিচয় উদঘাটন করে তাদের আটক করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধর্ষণের অভিযোগে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয়