ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাজশাহীতে হালকা বৃষ্টিপাত

জাতীয়

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১৪:৩৬, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৩৭, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

রাজশাহীতে হালকা বৃষ্টিপাত

সকালে রাজশাহীতে হালকা বৃষ্টিপাত হয়েছে

রাজশাহীতে সকালে হালকা বৃষ্টিপাত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টা নাগাদ জেলা এবং তার আশপাশের এলাকাগুলোতে এই বৃষ্টি হয়। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এই বৃষ্টিপাত ফসলের জন্য উপকার হবে; বিশেষত আম, ধান, এবং গমের জন্য এটি ভালো হবে।

এদিকে, আবহাওয়া অফিস জানায়, রোববার রাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সোমবার সকালে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

রিকশাচালক মাইনুল ইসলাম বলেন, গরমের পর এই হালকা বৃষ্টি খুবই ভালো লাগছে। শীতের শেষের দিকে ঠান্ডা পানি ভালো লাগছিল।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা আনোয়ারা বেগম বলেন, রাজশাহীতে সকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এবং আকাশে মেঘ রয়েছে। দিনভর আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যেতে পারে, তবে আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা বাড়তে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, এই বৃষ্টি আমের জন্য খুবই উপকারী। কারণ, এতে আমের বোঁটা শক্ত হবে। তবে অনেক দিনের খরার পর এই বৃষ্টিতে চাষিদের আমের বাগানে সেচ দেওয়া প্রয়োজন। অন্য ফসলগুলোর ক্ষেতেও এটি উপকারী।

জনপ্রিয়