ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাতক্ষীরায় ২০৫ কেজি হরিণের মাংসসহ অঙ্গপ্রত্যঙ্গ জব্দ, আটক ১

জাতীয়

আমাদের বার্তা, সাতক্ষীরা

প্রকাশিত: ১৯:০৯, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৯:১০, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

সাতক্ষীরায় ২০৫ কেজি হরিণের মাংসসহ অঙ্গপ্রত্যঙ্গ জব্দ, আটক ১

সাতক্ষীরায় ২০৫ কেজি হরিণের মাংসসহ অঙ্গপ্রত্যঙ্গ জব্দ, আটক ১

সাতক্ষীরা জেলার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ২শ ৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। এ ছাড়াও হরিণের দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় বাবু আলম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায়।

রোববার (১৬ মার্চ) দিনগত রাতে শ্যামনগর ও খুলনার কয়রাসহ মোট তিনটি স্থানে অভিযান চালিয়ে মাংস জব্দ বাবু আলমকে আটক করা হয়। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা মোট ২শ ৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। 

এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাংস ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়