ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

জাতীয়

আমাদের বার্তা, চাঁদপুর

প্রকাশিত: ২০:৪১, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে জাতির কাছে ক্ষমা চেয়ে গণহারে বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের শতাধিক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডিএম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে নিজেদের অপরাধী মনে করছি।

এ জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। যদি নতুন দলে যোগদান করি তাহলে সবাই  একসাথে দেশের স্বার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবো। 

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সঙ্গে জড়িত নয়, তারপরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল।

তাই আমরা ওই সময়ে আমাদের কোনো কর্মকাণ্ডে ভুল থাকলে জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো।

এ সময় বক্তব্য দেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ। 

এ সময় উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।

জনপ্রিয়