ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারী ও শিশু নি*র্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ২০:৫০, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

নারী ও শিশু নি*র্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন

বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে এই আইনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ধর্ষণের বিচারের বিলম্ব হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। আজকের সিদ্ধান্ত যে, চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুইটি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।

রিজওয়ানা হাসান বলেন, বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে, যেন ধর্ষণসহ অন্যান্য মামলার বিচার ত্বরান্বিত করা যায়।

দ্রব্যমূল্যের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়টি খেয়াল রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, মাজার ভাঙার নামে নৈরাজ্য চলছে। মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না। জড়িতদের ব্যাপারে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয়