ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ১৮ মার্চ ২০২৫

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি

বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ৷ হোটেল বুকিং, এয়ার টিকিটসহ সৌদিআরবের ওমরাহ এজেন্টদের সাথে যোগাযোগ করলেই ভিসা ইস্যু হবে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) পুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ৷ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

উপদেষ্টা জানান, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি তারা আগামীতে জুলাইতে যেতে পারবেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।

বাংলাদেশে নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্য ধর্ম উপদেষ্টার নজরে আনা হলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

উপদেষ্টা বলেন, মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভন্ডুল করে দিয়েছে।

দেশে ইসলাম ফোবিয়া আছে কি না এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা ঠিক নয়।

জনপ্রিয়