ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঈদ-সাপ্তাহিক ছুটি নিয়ে ৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

জাতীয়

আমাদের বার্তা, লালমনিরহাট

প্রকাশিত: ১৪:০৪, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ১৪:০৬, ২৮ মার্চ ২০২৫

সর্বশেষ

ঈদ-সাপ্তাহিক ছুটি নিয়ে ৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

ঈদ-সাপ্তাহিক ছুটি নিয়ে ৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দর ঈদ-উল ফিতর এবং সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ৮ দিন বন্ধ থাকবে বলে জানা গেছে। 

বন্দর সূত্র জানায়, ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত মোট আট দিন বন্ধ থাকবে। এ সময় আমদানি-রফতানির বন্ধ থাকলেও ইমিগ্রেশন খোলা থাকবে। ইমিগ্রেশন খোলা থাকার কারণে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে চলাচল করতে পারবেন। বুড়িমারী স্থলবন্দর (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিয়াজ নাহিদ জানান, ঈদ-উল ফিতর উপলক্ষে ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল (রোববার) থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথানিয়মে চালু হবে।

উল্লেখ্য, এ বন্দর দিয়ে ভারত, নেপাল, ভুটান তিন দেশের সঙ্গে আমদানি ও রফতানি কার্যক্রম পরিচালিত হয়। 

জনপ্রিয়