ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কিছু কিছু মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়: মির্জা ফখরুল

জাতীয়

আমাদের বার্তা

প্রকাশিত: ১৫:৪২, ৩০ মার্চ ২০২৫

সর্বশেষ

কিছু কিছু মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত। তিনি বলেন, একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ-সুবিধার খবর পাচ্ছি। সরকারি টাকা বরাদ্দ, উন্নয়নের জন্য কাজ নেওয়ারও ঘটনা ঘটছে।

সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে আমাদের দেশের সেনাবাহিনী।

এ সময় তিনি বিএনপির অবস্থানের কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জণগনের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর ইতিবাচক বলে মন্তব্য কর মির্জা ফখরুল বলেন, ভূরাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা দরকার। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

জনপ্রিয়