ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রধান উপদেষ্টাকে ঈদে গৃহীত নিরাপত্তার কথা জানালেন সেনাপ্রধান

জাতীয়

আমাদের বার্তা 

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৫৭, ৩০ মার্চ ২০২৫

সর্বশেষ

প্রধান উপদেষ্টাকে ঈদে গৃহীত নিরাপত্তার কথা জানালেন সেনাপ্রধান

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাবাহিনী প্রধান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।

এ সময় সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে নিরাপদ সেবা নিশ্চিতকরাসহ সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা এবং সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। 

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়। এ সময় সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

জনপ্রিয়