
দেশে বিশেষায়িত (স্পেশালিটি) হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে খুব শিগগিরই এ কাজ শুরু করার আশ্বাস দিয়েছে চীন সরকার।
রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সাভির্স একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরো পড়ুন-
তিস্তা প্রকল্প নিয়ে চীনের ইতিবাচক সাড়া
চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত হচ্ছে
খলিলুর রহমান বলেন, বাংলাদেশের একটি প্রতিনিধিদল ১০ মার্চ কুনমিং সফরে গিয়েছেন। তারা চারটি হাসপাতাল চিহ্নিত করেছেন, যেখানে বাংলদেশিরা সেবা পাবেন। অতি দ্রুত তারা এ কাজটি করেছেন। আমি একটা হাসপাতাল পরিদর্শন করি। আমাদের সেটাতে সন্তুষ্ট থাকলে হবে না, আমরা চাই যে, অতি উচ্চমানের একটা হাসপাতাল তৈরি হোক। এ বিষয়ে আমরা চীনকে অনুরোধ করেছি। তারা আমাদের অনুরোধ রেখে অতি শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করছি।
বিডা-র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তিনটা দেশের জায়গায় যখন চারটা দেশ চিকিৎসার জন্য হাত বাড়াবে, তখন চিকিৎসার খরচ কমে যাবে।