
শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে বলে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে কারণে সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসেবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি চাঁদ দেখা যাওয়ার কথা জানানো হয়।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।