
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকদিন পর মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে দেশবাসী পুরো আনন্দিত।
সোমবার (৩১ মার্চ) চট্টগ্রাম মহানগরীর কাট্টলী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
তিনি বলেন, অনেকদিন পর বিএনপির নেতাকর্মীরা ও দেশের জনগণ মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছেন, এটা সবার জন্য আনন্দের। দেশকে একদলীয় শাসন ও স্বৈরাচারমুক্ত করতে আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।